বুলবুল হাসান, পাবনা জেলা
প্রতিনিধি : পাবনা জেলার গোয়েন্দা শাখার অভিযানে একজন মাদক ব্যবসায়ী কে ০১(এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সির নির্দেশনায় জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলমের সার্বিক তত্বাবধানে ওসি (ডিবি) এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে ইং ২৮ শে ফেব্রুয়ারি বুধবার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) জাহাঙ্গীর আলমের সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় জেলার সদর থানাধীন বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ফকির বাদশা(৬০) পিতা- মৃত রাজাই খাঁ
গ্রাম-বাংলাবাজার (দক্ষিন রামচন্দ্রপুর), থানা- পাবনা সদর জেলা-পাবনা কে ১ (এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হয়েছে।