জিএমপি কমিশনার
মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেছেন, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা হবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে হবে সকল পুলিশ সদস্যকে, আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার(১৮ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার কনফারেন্স রুমে এই পুলিশ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি পেশাদারিত্বে সফল পুলিশ সদস্যদের পুরস্কার বিতরণ করেন ও উপস্থিত সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা শোনেন। অভিযোগ ও সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
কমিশনার জাহিদুল হাসান বলেন, পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষার বাহিনী নয়, জনগণের আস্থার প্রতীক। তাদের কল্যাণ নিশ্চিত করা ও সেবা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।
সভায় উপ-পুলিশ কমিশনার, বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন