1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পূদমপুর জামে মসজিদের ছাদ ঢালাই

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি।

আজ ১০-৫-২০২৫- শনিবার সকাল (১০)টায় রাণীশংকৈল উপজেলার পদমপুর গ্রামের ঈদগাহ ময়দানের পশ্চিম পাশে বড় জামে মসজিদের ছাদ ঢালাই শুভ উদ্বোধন।
ছাদ ঢালাই উদ্বোধন করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েব আমীর বর্ষিয়ান রাজনীতিবি জনাব মোঃ মিজানুর রহমান মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , রাণীশংকৈল উপজেলা সেক্রেটারি মাওলানা রজব আলী মাস্টার, আরো উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ মোশারফ আলী, মোহাম্মদ মুরসালিন, (সাধারণ) সম্পাদক চার নং লেহেম্বা (বি এন পি)
মোহাম্মদ আবূুল কাশেম ৪ নং লেহেম্বা সভাপতি কৃষকদল মোঃ সাব্বির রহমান মিডিয়া ও প্রচার সম্পাদক ছাত্র শিবির, ঠাকুরগাঁও জেলা শাখা
মোহাম্মদ আয়নাল হক, আইন সম্পাদক ছাত্র শিবির ঠাকুরগাঁও জেলা শাখা। মোঃ মোজাফর হোসেন,আমার স্বপ্ন গ্রুপ। রাণীশংকৈল ঠাকুরগাঁও মোঃরেজাউল ইসলাম, সভাপতি রাণীশংকৈল শহর (সাংবাদিক) মোঃ রবিউল ইসলাম, কবি মোঃ আসাদুজ্জামান রাজু (মিডিয়া ঠাকুরগাঁও হাইলাইটস)

শুভ উদ্বোধনে বক্তারা বলেন,পৃথিবীতে মসজিদ হল সর্ব উত্তম জায়গা আর বাজার হইলো সর্ব নিকৃষ্ট তাই মসজিদকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে আবাদ করতে হবে। আমরা এলাকাবাসী অল্প অল্প টাকা আয় করে মজিদকে উন্নয়ন করতে হবে। মসজিদ হল সকল মুসলমানদের জন্য এই জায়গাটি হল জান্নাতি বাগান তাই সকলকেই ভেদাভেদ ভুলে এক কাতারে নামাজ আদায় হবে। মসজিদ হলো মুসলিম সমাজের মূলকেন্দ্র। এ কারণে রাসুল (সা.) হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময় যাত্রাবিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদ-ই-নববী স্থাপন করেন। এবং সেখান থেকেই ইসলামের জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেন।

 

মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ ভীষণ পছন্দ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। (সুরা : তাওবা, আয়াত : ১৮)

মসজিদ হলো মুসলিম সমাজের মূলকেন্দ্র। এ কারণে রাসুল (সা.) হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময় যাত্রাবিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদ-ই-নববী স্থাপন করেন। এবং সেখান থেকেই ইসলামের জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেন।

মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ ভীষণ পছন্দ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। (সুরা : তাওবা, আয়াত : ১৮

হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।’ (বুখারি, হাদিস : ৪৫০)
তাছাড়া মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যত দিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, তত দিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে। ইরশাদ হয়েছে, ‘সাত ধরনের আমলের প্রতিদান মৃত্যুর পর কবরেও জারি থাকে। ১. যে ব্যক্তি কাউকে দ্বিনি ইলম শিক্ষা দেবে। ২. যে নদী প্রবাহিত করতে সহযোগিতা করবে। ৩. অথবা কূপ খনন করবে। ৪. অথবা গাছ রোপণ করবে। ৫. অথবা মসজিদ নির্মাণ করবে। ৬. অথবা কোরআন বিতরণ করবে। ৭. অথবা সুসন্তান রেখে যাবে যে তার মৃত্যুর পর তার জন্য দোয়া করবে। (আল বাহরুজ জাখখার : ১৩/৪৮৪)

উপরোক্ত আলোচনা দ্বারা বোঝা যায়, মসজিদ নির্মাণ অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম। কিন্তু শর্ত হলো, এতে কোনো রকমের অহমিকা, গৌরবের বিষ অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। মসজিদ নির্মাণের মাধ্যমে সমাজে প্রভাব বিস্তারের চেষ্টা করা যাবে না। মসজিদ নির্মাণ করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদ নিয়ে অহংকার করা কিয়ামতের আলামত। লোকেরা মসজিদ নিয়ে পরস্পর গৌরব ও অহংকারে মেতে না উঠা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। (আবু দাউদ, হাদিস : ৪৪৯)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট