গত ১৮ সেপ্টেম্বর দৈনিক গণতদন্ত’র শেষের পাতায় “কুমিল্লা – ৫ আসনের এমপির বিরুদ্ধে দুদকে অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
উক্ত সংবাদ’র প্রতিবাদ করেছেন কুমিল্লা- ৫ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট জনাব, আবুল হাশেম খান। প্রতিবাদের নিমিত্তে দৈনিক গণতদন্ত কর্তৃপক্ষ এ বিষয়ে খোজ-খবর নেয়। এতে জানা যায় যে চিঠির বরাত দিয়ে সংবাদ টি প্রকাশ করা হয়েছে তার কোন অস্তিত্ব পাওয়া যায় নি। কে বা কারা একজন জনপ্রিয় সম্মানিত সংসদ সদস্য হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অস্তিত্ব বিহীন চিঠির বরাত দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদ টি প্রকাশ করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য এডভোকেট হাশেম খান একজন বীর মুক্তিযোদ্ধা এবং এলাকায় অসম্ভব জনপ্রিয় ব্যক্তিত্ব। প্রকাশিত সংবাদের কোন সত্যিতা পাওয়া যায়নি। সংগত কারণে কোন খোজ-খবর না নিয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করা সঠিক হয়নি বলে গণতদন্ত কর্তৃপক্ষ মনে করে। এমতাবস্থায় দৈনিক গণতদন্ত কর্তৃপক্ষ মাননীয় সংসদ সদস্য এডভোকেট আবুল হাশেম খানের নিকট দুঃখ প্রকাশ করছে।