মাসুদ হোসেন খান :
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পতিত জমিতে ফসল চাষে উদ্বুদ্ধ করতে হবে। এরি ধারাবাহিকতায় কালকিনি উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মংগলবার বিকেলে কালকিনি উপজেলার লক্ষিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্থানীয় এমপি ড, আবদুস সোবহান গোলাপ এম,পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদারীপুর কৃষি উপ-পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এসএম হানিফ,উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস, স্পেশাল করেসপন্ডেন্ট এশিয়ান টেলিকাস্ট সৈয়দ তানভীর ইমাম সহ অন্যান্যরা।