জাকির হোসেন রায়পুর উপজেলা প্রতিনিধি
এক প্রবাসীকে আনতে এয়ারপোট থেকে আগত লক্ষ্মীপুরগামী মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ সদস্য নিহত নিহত হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (৬ আগষ্ট) নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকায়,মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে যায়। ওমান থেকে আগত প্রবাসীকে নিয়ে পরিবারের ১০ সদস্য এবং চালকসহ ১১ জন ছিলেন মাইক্রোবাসটিতে। দুর্ঘটনা পতিত মাইক্রো থেকে ৪ জন বের হয়ে আসতে সক্ষম হলেও বাকিরা বের হতে পারেনি। গাড়িতেই ৭ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২), লামিয়া আক্তরি (৯)। নিতহতার সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের স্থায়ী বাসিন্দা। নিহতদের লাশ চন্দ্রগঞ্জ থানায় বুঝিয়ে দিয়েছে ফায়ারসার্ভিসের উদ্ধারকারি দল।