
আফজল হোসেইন (শ্রীমঙ্গল প্রতিনিধি)
সাবেক চীফ হুইপ ও মৌলভীবাজার ৪(শ্রীমঙ্গল কমলগঞ্জ) ৬বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।
বৃহস্পতিবার(৩০নভেম্বর)জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ শ্রীমঙ্গল শাখার বর্ধিত সভা শেষে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে করে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা (উপজেলা নির্বাহী অফিসার) শ্রীমঙ্গল আলী রাজীব মাহমুদ মিঠুন এর কাছে মনোনয়ন পত্র জমা দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো: আব্দুস শহীদ এমপি মনোনয়ন পত্র জমা দেওয়ার কালে আওয়ামীলীগ,যুবলীগ শ্রমিকলীগ, ছাত্রলীগ,কৃষকলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুস শহীদ এমপি বলেন শ্রীমঙ্গল কমলগঞ্জে ১৮ টি ইউনিয়ন ২ টি পৌরসভা রয়েছে এবং আমার নির্বাচনী এলাকার জনগণের যা যা প্রয়োজন তা আমি ব্যবস্থা করেছি অনেক গ্রাম বা পাড়ায় বিদ্যুৎ ছিলনা আমি বিদ্যুৎ এর ব্যবস্থা করেছি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা ছিলনা আমি তা করেছি রাস্তাঘাট,ব্রীজ,কালভার্টে,মসজিদ,মন্দির তৈরি করে দিয়েছি সামনের দিনগুলোতে সেভাবেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণের কল্যাণে কাজ করে যাবো এছাড়াও তিনি বলেন আমি বঙ্গবন্ধুর সৈনিক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়তে শ্রীমঙ্গল কমলগঞ্জের আওয়ামী লীগ,যুবলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ,প্রতি আহ্বান জানান।