সাইদ গাজী, সালথা,ফরিদপুর প্রতিনিধি,
ফরিদপুরের সালথায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে সমান সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন করেছে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকরা। 'বৈষম্য নয়, সাম্য চাই'— এই স্লোগানকে সামনে রেখে বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৪ আগস্ট, ২০২৫) সকাল ১০টায় সালথা উপজেলা চত্বরের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান উষা বিদ্যা নিকেতন, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, একাডেমি ফুলবাড়িয়া, নবকাম পল্লি এ এম কিন্ডারগার্টেন এবং এস ডি প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন। মানববন্ধনে প্রতিষ্ঠানগুলোর প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের দাবি তুলে ধরে। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল— "প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের ঠাঁই নাই", "বৈষম্য নয়, সাম্য চাই" এবং "প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে দেশব্যাপী মানববন্ধন"।
মানববন্ধনে অংশগ্রহণকারী একজন শিক্ষক বলেন, "সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। শুধু সরকারি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে বেসরকারি স্কুলের হাজার হাজার মেধাবী শিক্ষার্থীকে বঞ্চিত করা হচ্ছে। এটি একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। আমরা চাই, সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক।"
উষা বিদ্যা নিকেতনের একজন আয়োজক জানান, এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাই এবং উৎসাহিত করার একটি বড় মাধ্যম। এখান থেকে বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়গুলোকে বাদ দেওয়া হলে শিক্ষাব্যবস্থায় একটি বিভাজন তৈরি হবে, যা কোমলমতি শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে।
কর্মসূচি শেষে, বক্তারা অনতিবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে সকল প্রাথমিক স্তরের শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।