নিজস্ব প্রতিনিধি,
দৈনিক গণতদন্ত পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ সাংবাদিক ফরহাদুল হাসান মোস্তফা। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
ফরহাদুল হাসান মোস্তফা সাংবাদিকতায় দীর্ঘদিনের দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন। তিনি এর আগে বিভিন্ন জাতীয় দৈনিকে সিনিয়র রিপোর্টার, বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সততা, নিষ্ঠা ও গতিশীল রিপোর্টিং স্টাইল তাকে এই ক্ষেত্রে বিশেষভাবে সমাদৃত করেছে।
দৈনিক গণতদন্তের সম্পাদক মাহবুবুল আলম আব্বাসী ও নির্বাহী সম্পাদক আব্দুল আলীম আরাফাত ফরহাদুল হাসান মোস্তফাকে স্বাগত জানিয়ে বলেন, "তার যোগদানে আমাদের চট্টগ্রাম বিভাগীয় কভারেজ আরও গতিশীল ও তথ্যবহুল হবে। আমরা তার সাফল্য কামনা করছি।"
নতুন দায়িত্ব সম্পর্কে ফরহাদুল হাসান মোস্তফা বলেন, "গণতদন্ত একটি আদর্শবাদী ও জনবান্ধব পত্রিকা। এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত। চট্টগ্রামের গণমাধ্যম জগতে নতুন গতিধারা সৃষ্টিতে আমি আমার অভিজ্ঞতা ও সততা কাজে লাগাব।"
উল্লেখ্য, দৈনিক গণতদন্ত দেশের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম হিসেবে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য সমাদৃত। ফরহাদুল হাসান মোস্তফার নেতৃত্বে চট্টগ্রাম ব্যুরো আরও প্রাণবন্ত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।