1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ফরিদপুরে কৈজুরী ইউনিয়ন পরিষদে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

 

(মামুন)ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

১৮ অক্টোবর বুধবার বিকেল ৩টায় ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।

এ সময় উপস্থিত ছিলেন কৈজুরী ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য/সদস্যাবৃন্দ, কানাইপুর ইউনিয়ন পরিষদের সচিব ও (অতিরিক্ত দ্বায়িত্ব সচিব কৈজুরী ইউনিয়ন পরিষদ) ভবেশ কুমার বিশ্বাস, কোতোয়ালি থানার প্রতিনিধি ইউনিয়নের সহকারী বিট অফিসার এএসআই দুলাল চন্দ্র, ট্যাগ অফিসারবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্কুল/মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজ শিক্ষার্থী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, রাষ্ট্রের কাছে আমরা সকল ধর্মের মানুষ সমান। এখানে ধর্মীয় কোন সংঘাত করা যাবে না। যে যে ধর্মের মানুষ হই নিজ নিজ ধর্ম পালনে অন্যেকে কোনো সমস্যার মধ্যে ফেলা যাবে না।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বলেন, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা যে যে ধর্মের মানুষ হই না কেনো, কারো সাথে ধর্মীয় ভেদাভেদ করা যাবে না। যার যার ধর্মীয় কাজ সে সে করে যাবে। সকলে মিলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে আমাদের সকলের প্রচেষ্টার প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট