মো: মিজানুর রহমান, ফেনী জেলা প্রতিনিধি: ‘জুলাই শহিদ দিবস-২০২৫’ উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৬ জুলাই) বিকেল ৪ টায় আয়োজিত আলোচনা সভা ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান,ফেনী; সিভিল সার্জন রুবাইয়েত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাগণ, বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ; হেফাজতে ইসলাম, এবি পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এর নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধিবৃন্দ, শহিদ পরিবারের সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে শহিদদের মাগফেরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।