রিপোর্টার:
মোঃবাছেদ হোসেন শান্ত।
সোনাতলা উপজেলা, বগুড়া জেলার হাবিবের বাইগুনি (মন্ডল বাড়ী) মোঃ শহিদুল মন্ডল তার বড়- বড় দুই টা বড়ই বাগানের কারেন্ট জাল দিয়ে রাখে। কারেন্ট জালে জড়িয়ে পড়ে প্রায় ৫৮ টি পাখি।সেচ্ছাসেবী সংস্থা "পরিবেশ উন্নয়ন পরিবার" এর প্রদত্ত তথ্যের ভিত্তিতে শৈলী সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবং বন অধিদপ্তরের "বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট" এর মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
উপস্থিত ছিলেন এ.এস.এম জহির উদ্দিন আকন (পরিচালক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর ঢাকা),
মোঃ নাজমুল হক ( জুনিয়র ওয়াইন্ডলাইফ স্কাউট, বন অধিদপ্তর),
মোঃ মামুন উল হাসান (নির্বাহী পরিচালক, শৈলী সমাজ উন্নয়ন সংস্থা)
সহ বন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অভিযানে বিভিন্ন প্রজাতির ৮ টি জীবিত পাখি পাওয়া যায় এবং অবমুক্ত করা হয় এদের মধ্যে ছিলো,
১.খুড়ুলে-প্যাঁচা ৩ টা,
২.টুনটুনি ১ টা,
৩. বসন্তবৌরি ২ টা,
৪. কাঠঠোকরা ২ টা,
বিভিন্ন প্রজাতির মৃত পাখী পাওয়া যায় প্রায় ৫০ টা।
এদের মধ্যে ছিলো –১ বাদুড়, ২ খুড়ুলে-প্যাঁচা, ৩ বসন্তবৌরি, ৪ কাঠশালিক, ৫ কোকিল, ৬ কাঠঠোকরা, ৭ তিলাঘুঘু, ৮ বুলবুলি।
এছাড়াও প্রায় ২০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।