বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে আজ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরকর্পোরেশনের সাবেক মেয়র বাদসা জেলাবিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মোশারফ হোসেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা সহ জেলা যুবদল সেচ্চাসেবক দল ছাত্র দলের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতারা। বক্তারা বলেন, “জনগণের ভোটের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিও জানান।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।