স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে ইতিবাচক ভূমিকা রেখে ঐতিহ্যবাহী একটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে এই সংগঠনের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছে জীবন বাজি রেখে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান আবিদ ছাত্রদের জন্য এক আদর্শের প্রতীক। বিভিন্ন সময়ে তিনি শিক্ষার্থীদের জন্য বিশেষ করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য নানারকম কল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলশ্রুতিতে বিভিন্ন গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে প্রশংসনীয় হয়েছেও ইতিমধ্যে।
এসব ব্যাপারে তার সাথে কথা বললে তিনি জানান- আমি বঙ্গবন্ধুর আদর্শ মেনে বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি পদক্ষেপ পঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে রাজনৈতিক জীবন পরিচালনা করার চেষ্টা করি। এদিকে , বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনা ফলো করি সব সময়। আগামীতে যত দিন বাঁচবো, এমন আদর্শ ও চিন্তাধারা নিয়েই বেঁচে থাকতে চায়।