শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):
টুঙ্গিপাড়ায় সমাহিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতে ৫’ শতাধিক নেতাকর্মীর বহর নিয়ে যায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
আগস্ট মানেই বাঙালি জাতির শোকের মাস। এই শোকের মাসে বঙ্গবন্ধুর আত্মত্যাগের গর্বিত ইতিহাসকে অনুপ্রেরণায় পরিনত করতে চায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
১২’ই আগস্ট শনিবার আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীসহ বঙ্গবন্ধুর কবর জিয়ারতের মাধ্যমে আত্মত্যাগের শিক্ষা নিয়ে নিবেদিত মনোভাব ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কর্মসূচির সূচনা করতে যাচ্ছে উপজেলা আওয়ামীলীগের অভিভাবকগন।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতিকের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতৃবৃন্দ ও দলের নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এই কর্মসূচিতে যোগদান করেন।
টুঙ্গিপাড়া সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।