
মুন্সী ফরহাদ হোসেনঃ
মাদারীপুরের কালকিনিতে বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচির আয়োজন উপলক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শুক্রবার ( ২ ডিসেম্বর ২০২২ বিকালে মাদারীপুর – ৩ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশের বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসে নানান কর্মসূচির আয়োজন উপলক্ষে উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেন তিনি।
কালকিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে বৃন্দ।