পৃথিবীর মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ হবে আজ। কারণ চলতি বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হবে আজ রাতে। এ সূর্যগ্রহণ হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ।
আজ শনিবার ( ১৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এ সূর্যগ্রহণ শুরু হবে। আর গ্রহণটি শেষ হবে রাত ২টা ৫৫ মিনিট ১২ সেকেন্ডে।
বলয়গ্রাস সূর্যগ্রহণে সূর্যের ওপর চাঁদের ছায়া পড়ে। চাঁদ আকারে ছোট হওয়ায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে না। একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করায় সূর্যকে এ সময় দেখতে পাওয়া যায় না। শুধু স্পষ্ট হয়ে ওঠে সূর্যের লাল আলোর রিং বা বলয়।
শনিবার সূর্যগ্রহণ পড়ায় এ গ্রহণকে শনির অমাবস্যার সূর্যগ্রহণও বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। এদিকে ওয়াশিংটনের একটি রিপোর্টে বলা হয়েছে, আজকের সূর্যগ্রহণে দর্শনীয় বৃত্ত বা বলয় দৃশ্যমান হবে আকাশে।
নাসা জানিয়েছে, মহাজাগতিক এ দৃশ্য দেখা যাবে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। তবে সূর্যগ্রহণের সময় বাংলাদেশে রাত থাকায় বাংলাদেশ থেকে এ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না।