নিজস্ব প্রতিনিধি,
বাগেরহাটের চিতলমারী থানাধীন হিজলা গ্রামের স্হানীয় রাজনৈতিক ও বংশীয় ক্ষমতা দেখিয়ে জাতীয় দৈনিক গনতদন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার এবং মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থার বাগেরহাট জেলা সভাপতি, মো:সৌরভ শেখের পৈতৃক সম্পত্তির ফসল কেটে নিয়েছে দূর্বৃত্তরা।গতোকাল আনুমানিক দুপুর ১:৩০মিনিটের দিকে বৃষ্টির মধ্যে, কাজী মহিল(৪৫),রসুল শেখ(৫০)ইসা শেখ(৫৫)এর নেতৃত্বে একদল দুর্বৃত্তরা সৌরভ শেখের পিতা মো:শেখ ফরিদ আহম্মেদ(৫৫) এর নিজস্ব জমি থেকে ধান কেটে নিয়ে যায়।পরবর্তীতে এ বিষয় জানার পর তাদের জিজ্ঞাসা করতে গেলে তারা সৌরভ শেখের পিতার ও ছোট ভাইয়ের উপর চড়াও হয়।কথা বার্তার এক পর্যায়ে কাজি মহিল,শেখ রসুল,শেখ ইসা সৌরভ শেখের পিতা ও ভাইয়ের গায়ে হাত তোলে।এবং তাদের জানে মারার হুমকি ও দেন।তার সাথে শেখ ফরিদ আহম্মেদকে তারা এটিও বলেন যে তার ছেলে সাংবাদিক বলে তারা ভয় পাবেনা,এবং তাকেও জানে মারার হুমকি দেন।এবিষয়ে সৌরভ শেখ ও তার পিতার সংগে কথা বললে তারা জানান,পূর্বের শত্রুতার জেরে এমনটা করেছে বলে জানা যায়। এ বিষয়ে পূর্বেই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরকম টা তাদের সাথে হওয়াটা তারা আশা করেনা।কারন ক্রয় সুত্রে এই জমির মালিক সৌরভ শেখের পিতা শেখ ফরিদ আহম্মেদ। যার লিগ্যাল দলিল পত্রও তাদের কাছে আছে। গণমাধ্যম কর্মী সহ প্রশাসনের প্রতি তারা এর সঠিক তদন্ত সহ বিচার দাবি করেছেন।