বিশেষ প্রতিনিধিঃ
শান্তি,শৃংখলা,উন্নয়ন ও সম্প্রীতির দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে বীর বাহাদুরের নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌর এলাকার নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে শুক্রবার (২৯ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৭ম বারের মতো সংসদ পদে প্রার্থী বাবু বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
লামা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বান্দরবান জেলা আ.লীগের সহ সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাজমুল হোসেন ভূইয়া,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল,প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ, মমতাজ উদ্দীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ফাতেমা পারুল,দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মো.জাহেদ উদ্দীন, জেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুছা কোম্পানি ,পৌর আ.লীগের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক বাসু পালিত, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি উসিং হাই রবিন বাহাদুর, বান্দরবান জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক’সহ উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ, শ্রমিক লীগ,যুবলীগ,ছাত্রলীগ’ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী বর্ণিত স্থানে সন্ধ্যায় থেকে পাড়া মহল্লা, ইউনিয়ন,ওয়ার্ড ও গ্রাম হতে ব্যানার,পোষ্টার ও প্রতীকী নৌকা নিয়ে ভিন্ন ভিন্ন মিছিলসহ সন্ধ্যায় লামা পৌর বাস টার্মিনাল উপস্থিত হয়।
এ সময় পৌর মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, পৌর ও উপজেলা নয় পার্বত্য বান্দরবানে অনেক উন্নয়ন করেছেন, যাহা এখন দৃশ্যমান। তাই আবার নির্বাচিত হলে আমাদের লামা সহ সমগ্র বান্দরবান রাস্তাঘাট এবং সামগ্রীক উন্নয়নের প্রত্যাশার কথা জানিয়ে, বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানে যোগ্য শিষ্য। তিনি স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করেন। দীর্ঘদিন ৬বার সংসদ নির্বাচিত সদস্য উন্নয়নের মাধ্যমে ৩০টি বছরে তিনি লামা চেহারা পাল্টে দিয়েছেন। দক্ষতা, কর্মনিষ্ঠা ও সততা থাকলে অনেক অসাধ্য কাজ সহজে সম্পন্ন করা যায়- বান্দরবান বড় বড় প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন করে বীর বাহাদুর উশৈসিং এমপি তার উদাহরণ সৃষ্টি করেছেন। আমরা মনে করি, তার কাছে জনগণের প্রত্যাশাতো আছেই, তার চেয়েও বড় কথা তাঁর নিরলস পরিশ্রম মেধায় বান্দরবানবাসী ও জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী তথা কিছু মানুষের ভাষায় কামলা খাটার মাধ্যমে বিভিন্ন মেগা প্রকল্পসহ বান্দরবানে ৭টি উপজেলা দুইটি পৌরসভা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরন ও নতুন সড়ক নির্মাণ, আধুনিক বাজার ব্যবস্থাপনা, আবাসন, শিক্ষা, চিকিৎসা ও প্রযুক্তিখাতে ব্যাপক কর্মযজ্ঞের মধ্য দিয়ে একটি বদলে যাওয়া বান্দরবান উপহার দেয়ার স্বীকৃতি ও প্রতিদান দেওয়ার সুযোগ আমাদের হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় বীর বাহাদুর উশৈসিং এমপি’কে ৭ম বার নির্বাচিত করে পার্বত্য বান্দরবান লামা শহর গ্রাম সবখানে উন্নয়নে চমক দেখতে চাই।
উল্লেখ : সকালে দুটি জনসভায় রুপসী পাড়া ও লামা সদর ইউনিয়নেও হাজার হাজার নেতা কর্মী ও ভোটারগণ অংশ গ্রহণ করেন।