স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাধ্যমে প্রথম পর্যায়ে ২৪টি নৌপথে ক্যাপিটাল ড্রেজিং বাস্তবায়নের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। বিআইডব্লিউটিএ সূত্রে জানায়, প্রথম পর্যায়ে ২৪টি নৌ-পথে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতায় বাকি রুটগুলোর মধ্যে রয়েছে, বরিশাল-ঝালকাঠি-বরগুনা-পাথরঘাট, ভৈরব বাজার-লিপসা-ছাতক-সিলেট, মোংলা-ঘষিয়াখালী, নোয়াপাড়া-খুলনা-গাজীরহাট-বরদিয়া-মানিকদা, দিলালপুর-ঘোড়ডিঙ্গা-চাপড়ঘাট-নিকলি-আটপাড়া-নেত্রোকোনা, পাগলাজোর-মোহনগঞ্জ, মিরপুর-সাভার-জাবরা, সৈয়দপুর-বান্দুরা, হাজরাপুর-জাবরা-ঘিয়র, বরিশাল-পটুয়াখালী-মির্জাগঞ্জ, পাবনা-নাটোর-পঞ্চগর, কক্সবাজার-সেন্টমার্টিন, চিত্রী-নবীনগর-হোমনা, দাউদকান্দি-হোমনা-রামকৃষ্ণপুর, ভৈরব-কাটিয়াদী, নরসিংদী বাঞ্চারামপুর-হোমনা,মনুমুখ (মৌলভীবাজার)-কুশিয়ারা মুখ, লাওযাঘর-দুলভৃপুর, চৌকিঘাটা-কালীগংগা, হাসনাবাদ-টর্কী-ফসিলাতলা, চাঁদপুর-চরপ্রকাশ-হিজলা বরিশাল, ঢালারচর-বালিয়াকান্দি-কালিয়ানী। যেখানে এক হাজার ৯২৩ কোটি টাকা ব্যয়ে সাধারণ ও দুর্যোগ এলাকাসহ মোট ৯৯৭ লাখ ঘনমিটার ড্রেজিং করা হবে।
বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের তথ্যমতে, দেশের যেসব নৌ রুট বর্তমানে বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে সেই রুটগুলো সচল করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ১৯৬২-৬৭ সালের দিকে এক জরিপে বাংলাদেশে নৌপথ ছিল ২৪ হাজার কিলোমিটার। সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীপথের সংখ্যা কমে আসলেও দেশের বর্তমান নৌপথ সচল রাখতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। ৫৩টি নৌ-পথে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায় ঃ ২৪টি নৌ-পথ শীর্ষক প্রকল্পের আওতায় ড্রেজিংকৃত মাটি দ্বারা যেসব স্থানে ভরাট করা/ভুমি উন্নয়ন হয়েছে তার তালিকা নি¤œরুপঃ-ভৈরব কটিয়াদী নৌ-পথের ড্রেজিং কাজের ডাইকের তালিকা: ভাওয়ালের চর সরকারী প্রাঃ বিঃ, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ। বিন্নাবাইদ টেকপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ। রাধাখালি জুনিয়র উচ্চ বিদ্যালয়, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ।পোড়াদিয়া বাজারের পূর্ব পাশের সরকারী খাস জমি, নরসিংদী, বেলাব পাটুলি। উত্তর পোড়াদিয়া ব্রীজ জামে মসজিদ, নরসিংদী, বেলাব, পাটুলি। পোড়াদিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, নরসিংদী, বেলাব, পাটুলি।মোঃ হাজি রাজিউদ্দিন পিং মৃঃ কফিল উদ্দিন সাং চর ছায়েট, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ। মোঃ মোশারফ হোসেন , পিতাঃ মোঃ মোছলেহ উদ্দিন, সাং-চর ছায়েট, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ। চর ছায়েট মসজিদ ও ঈদগাহ মাঠ, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ। মোঃ ফজলুল হক পিং সামসুল হক সাং চর ছায়েট, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ। এতিমখানা ও মাদ্রাসা সাং চর ছায়েট, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ। মোঃ শামীম পিতাঃ আক্তার মিয়া সাং চর ছায়েট, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ। মোঃ আসাদ মিয়া সাং বীর ভাগবের, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ। পোড়াদিয়া বাজারের পূর্ব পাশে সরকারী খাস জমি, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ।উত্তর পোড়াদিয়া ব্রীজ জামে মসজিদ, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ। পোড়াদিয়া মেডিকেল কলেজ হাসপাতাল (প্রস্তাবিত), নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ। রাজারামপুর ঈদগাহ মাঠ, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ। পাউরাকান্দি এবতাদিয়া মাদ্রাসা, নরসিংদী, বেলাব, বিন্নাবাইদ। বদ্ধ ভূমি, ভৈরব, কিশোরগঞ্জ। কালিকা প্রসাদ বাজার, ভৈরব, কিশোরগঞ্জ । ছিদ্দিরচর বাজারের পুকুর, ভৈরব, কিশোরগঞ্জ। প্রস্তাবিত মসজিদ,ফরিদপুর চর, ভৈরব, কিশোরগঞ্জ। জগন্নাথপুর প্রস্তাবিত বাজার, রায়পুর,নরসিংদী। বেলাব বাজার, বেলাব,নরসিংদী। বেলাব বাজার সংলগ্ন, বেলাব,নরসিংদী। ছলমা পূর্ব পাড়া জামে মসজিদ, বেলাব,নরসিংদী। চর ছায়েট পূর্বপাড়া দারুল হেদায়েথ আল ইসলামমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বেলাব,নরসিংদী। রাধাখালী বাজার হাফিজিয়া মাদ্রাসা, বেলাব,নরসিংদী। ছায়ান নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, বেলাব,নরসিংদী। মোঃ আমিনূল হক, রাজারামপুর, বিন্নাবাইদ, বেলাব,নরসিংদী (বসতবাড়ি তৈরি করা হয়েছে)। মোঃ রজব আলী, বিন্নাবাইদ, বেলাব,নরসিংদী (১একর নিচু জায়গা ভারাট করে কৃষি জমি তৈরি করা হয়েছে)। মোঃ শাহীন আহম্মেদ, বিন্নাবাইদ, বেলাব,নরসিংদী (২একর নিচু জায়গা ভারাট করে কৃষি জমি তৈরি করা হয়েছে)। নুরুল হক, বিন্নাবাইদ, বেলাব,নরসিংদী ( ৯০ শতাংশ নিচু জায়গা ভারাট করে কৃষি জমি তৈরি করা হয়েছে) মোঃ আবু সাইদ, বিন্নাবাইদ, বেলাব,নরসিংদী (২একর নিচু জায়গা ভারাট করে কৃষি জমি তৈরি করা হয়েছে)। ফরিদ আহমেদ, বিন্নাবাইদ, বেলাব,নরসিংদী (২একর নিচু জায়গা ভারাট করে কৃষি জমি তৈরি করা হয়েছে)। বিল্লাল হোসেন, বিন্নাবাইদ, বেলাব,নরসিংদী (৫একর নিচু জায়গা ভারাট করে কৃষি জমি তৈরি করা হয়েছে)। মিলন মেম্বার, বিন্নাবাইদ, বেলাব,নরসিংদী (৫একর নিচু জায়গা ভারাট করে কৃষি জমি তৈরি করা হয়েছে)। শুকুর আলী গং, বিন্নাবাইদ, বেলাব,নরসিংদী (৫কানি নিচু জায়গা ভারাট করে কৃষি জমি তৈরি করা হয়েছে)। এছাড়া আরও প্রায় ৪০৫ একর নিচু জমি ভরাট করে বসতবাড়ী, কৃষি জমি তৈরী করে।
দূর্লভপুর-লাউয়ারগর নৌ-পথের বাউলাই, রক্তি নদী ও রকসা নালা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাহেরপুর ১টি। কমিউনিটি ক্লিনিক তাহেরপুর ১টি। জয়নাল আবেদিন ডিগ্্রী কলেজ ১টি কলেজের খেলার মাঠসহ। আনোয়ারপুর স্কুল, পীরের জালার স্কুল, বালিকুড়ি স্কুল, মাহামুদপুর, ফতেহপুর স্কুল। জামালগড় প্রাথমিক বিদ্যালয়। সূর্যের গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়। রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। হোসেনপুর সারকারী প্রাথমিক বিদ্যালয়। চিকসা সরকারী প্রাথমিক বিদ্যালয় । সরকারী প্রাথমিক বিদ্যালয় ১২টি খেলার মাঠসহ। উচ্চ বিদ্যালয় ৩টি খেলার মাঠসহ । মাদ্রাসা ৬টি খেলার মাঠসহ । ঈদগাহ মাঠ ১টি ।মসজিদ ১৭টি। আনোয়ারপুর বাজার ১টি। কবরস্থান ৯টি। মন্দির ৯টি। মাজার ১টি। শশ্মানঘাট ২টি। সরকারী নীচু পতিত জমি পরিমান ৩০০ একর উন্নয়ন করা হয়েছে।
গাগলাজোড়- মোহনগঞ্জ (কংস নদী)
জনপুর হতে গাগলাজোড় পর্যন্ত ৬২০ কিঃমিঃ বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড-এর হাওড় রক্ষা কাধে মাটি দেওয়া হয়। ধর্মপাশা বাসস্টান্ড । ১৬টি প্রাথমিক বিদ্যালয় এবং এর আশেপাশের নিচু জায়গায় মাটি ভরাট করা হয়েছে। ১টি কলেজ, ১২টি কবরস্থান, ১টি ইউনিয়ন পরিষদ, ১টি কলেজের খেলার মাঠ। ৫টি বাসার এ মাটি ভরাট করা হয়েছে। ৬টি মাদ্রাসায় মাটি এবং আশে পাশে দেওয়া। মোহনগঞ্জ এলাকাঃ ধোনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। পুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। সিংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। গফরুন্নেসা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ধর্মপাশা জনতা ডিগ্্রী কলেজ। ধর্মপাশা জনতা হাই স্কুল। ধর্মপাশা গার্লস হাই স্কুল
দুধবহর সরকারী প্রাথমিক বিদ্যালয়। বরুংকা সরকারী প্রাথামিক বিদ্যালয় দশদ্বার সরকারী প্রাথমিক বিদ্যায়ল
কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় । মেওহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় । আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। রাজাপুর ইউনিয়ন পরিষদ। জায়েনপুর সরকারী প্রাাথমিক বিদ্যালয়। পাগলাচর হাই স্কুল। ঠাকুরপুর উচ্চ বিদ্যালয় (ফুলপুর)। ঘাগড়া প্রাইমারী ও উচ্চ বিদ্যালয় (পূর্বধলা)। রাইকান্দুলিয়া মাদ্রাসা (দূর্গাপুর)।
শুকরপুর প্রাইমারী ও উচ্চ বিদ্যালয় (দূর্গাপুর) । ঝানঝাইন প্রাইমারী ও উচ্চ বিদ্যালয় (দূর্গাপুর) কুলুন্ধ প্রাইমারী স্কূল। মোহনগঞ্জ-নালিতাবাড়ী নৌ-পথ (ভাগাই-কংস নদী)। নভরুন = ৩৩ একর। ১টি (স্কুল+ফুলপুর ষ্টেডিয়াম)
২.মাতৃবাংলা = ১৭ একর মসজিদ ২টি। ৩. সোনালী = ১৯ একর। ৪. বঙ্গ = ৫২ একর। ২টি মন্দির, ৩টি মসজিদ, ৩টি স্কুল। ৫. বসুন্ধরা= ১০ একর ১টি মসজিদ, ১টি পার্ক, ১টি প্রস্তাবিত পলিটেকনিক। দিলালপুর-চামরাঘাট (নিকলি নেত্রকোন-নৌ-পথ মগড়ানদী ইটনা ওমদন উজজেলা) জমির পরিমান = ৫৪০ একর। কমিউনিটি ক্লিনিক ২টি (মদন উপজেলা)। বালহিল ডিগ্রী কলেজ ১টি খেলার মাঠসহ (মদন উপজেলা) উচ্চ বিদ্যালয় ২টি খেলার মাঠসহ (ইটনা উপজেলা ও মদন) সরকারী প্রাথমিক বিদ্যালয় ২২টি, শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়, রায়টুটি প্রাথঃ বিদ্যালয়, পাচাশিয়া প্রাথমিক বিদ্যালয়, রাজি প্রাথঃ বিদ্যালয়, ফতেহপুর প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর প্রাথঃ বিদ্যালয়, বাইহিল প্রাথঃ বিদ্যালয়, কাওয়ালিবিন্নি প্রাথঃ বিদ্যালয়, দৌলতপুর প্রাথঃ বিদ্যালয়, কালিবাড়ী প্রাথঃ বিদ্যাঃ, স্থিধরপুর প্রাথঃ বিদ্যাঃ, পাহাড়পুর প্রাথঃ বিদ্যাঃ, বাগজান প্রাথঃ বিদ্যাঃ কুটুরিকোনা প্রাথঃ বিদ্যাঃ, পরশখিলা প্রাথঃ বিদ্যাঃ ফেকনি, মান্নারপুর, গংগানপুর।
মাদ্রাসা, খেলার মাঠ ও মসজিদ
ঈদগাহ মাঠ ৫টি রাহিচুটি, পচাশিয়া, দেউশিয়া বাগজান, দউলতপুর। মসজিদ ১৫টি রাইটুটি, পচাশিয়া, ফতেহপুর, বালহিল, দৌলতপুর, পাহাওপুর, কাওয়াবিন্নি, কুটুরিকোনা, পরশাখিলা, ফেকনি, মতিয়াখালী, শান্তিপুর মন্নারপুর। বাজার ৮টি রাইটুটি, দেউশিয়া পচাশিয়া, দৌলতপুর. ফতেহপুর, বাগজান পরশখিলা কবরস্থান ৭টি দেউশিয়া, ফতেহপুর, বালইল সূধরপুর, কাওয়ালিবি, দৌলতপুর, গাংগানপুর। মন্দির ৫টি, পচাশিয়া, ফতেহপুর, পাহারপুর-৩। হালত বা গোপাট ২টি ও বালহিল, কাওয়ালিবিন্নি। এসব নৌপথের ড্রেজিং সম্পন্ন হওয়ায় এলাকার মানুষের চলাচল ও আধুনিক জীবনধারা গড়ে উঠবে।