মুন্সীগঞ্জের কর্মকালে আমি আমার যোগ্যতা ও সাধ্যমতো মুন্সীগঞ্জবাসীর জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার এই কর্মকালে আমার কোনো কাজ বা আচরণে যদি কেউ মনঃক্ষুণ্ন হয়ে থাকেন আমাকে নিজগুণে ক্ষমা করবেন।
মুন্সীগঞ্জের মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। মুন্সীগঞ্জের মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমি আজীবন মনে রাখব। আমার সকল অপরাগতার জন্য আমি দুঃখিত। আমার ও আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন।
মুন্সীগঞ্জবাসীর জন্য রইল আমার নিরন্তর শুভকামনা।
মুন্সীগঞ্জ ভালো থাকুক সবসময়।
ফাতেমা তুল জান্নাত
বিদায়ী জেলা প্রশাসক
মুন্সীগঞ্জ।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত দায়িত্বভার গ্রহণের পর প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিতকরণে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেন।
বিশেষ করে, সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি তাঁর কর্মকালে নাগরিক সেবার মানোন্নয়ন এবং জেলা প্রশাসনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এ সকল উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মুন্সীগঞ্জ জেলার মানুষের আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসাকে তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে “মুন্সীগঞ্জের অগ্রযাত্রা অব্যাহত থাকুক”—এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকলের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।