সোহেল রানা স্টাফ রিপোর্টার :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বড় ধরনের স্বর্ণ চোরাচালানের চেষ্টা ব্যর্থ করেছে ঢাকা কাস্টমস হাউস। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা কাস্টমস কমিশনার মুহম্মদ জাকির হোসেনের সরবরাহকৃত গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট জানায়, দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর BG 326-এর কার্গো অংশে বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হয়। অভিযানে সেখান থেকেই কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি একটি সুসংগঠিত আন্তর্জাতিক চোরাচালান চক্রের কাজ। তবে এখনো এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে কাস্টমস গোয়েন্দা দল।
ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুহম্মদ জাকির হোসেন সাংবাদিকদের বলেন, “আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরকে ব্যবহার করে যারা রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
তিনি আরও জানান, চোরাচালান রোধে বিমানবন্দরের সব ইউনিটে নজরদারি বাড়ানো হয়েছে। স্ক্যানিং ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম আরও আধুনিক প্রযুক্তিনির্ভর করা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালানের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রায়ই বিদেশফেরত যাত্রী বা কার্গো অংশ ব্যবহার করে স্বর্ণ আনার চেষ্টা করছে চোরাচালান চক্র। এ ধরনের ঘটনায় কাস্টমস হাউসের সাফল্য ধাপে ধাপে তাদের তৎপরতার প্রমাণ দিচ্ছে।
এ ঘটনায় একটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।