মাদারীপুর প্রতিনিধি : মোঃ বেলায়েত হোসেন।
জনগণের সেবার চাইতে তার নিজের সেবাটাই বড় করে দেখছেন বলে মন্তব্য করেছেন নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী এমপি।
শনিবার বিকেলে কালকিনি অডিটোরিয়াম মাঠে বিএনপি জামাতের নৈরাজ্য,আগুন সন্ত্রাস ও অবৈধ হরতাল, অবরোধ ও অপপ্রচারের বিরুদ্ধে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত বক্তারা বিএনপি জামাতের নৈরাজ্যর বিষয়ে যতটা না গুরুত্ব দিয়েছেন তাদের বক্তব্যে তার চেয়ে বেশি গুরুত্ব ছিল তাদের কাঙ্খিত প্রার্থীর মনোনয়ন চাওয়ার বিষয়ে। বাংলাদেশের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিমকে এমপি হিসেবে পেতে চান তারা। কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেতাসহ বক্তারা দলের হাইকমান্ডের কাছে দাবিও জানান বাহাউদ্দীন নাছিমকে মনোনয়ন দিতে।তারা মাদারীপুর- ৩ আসনে পরিবর্তন চায়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মামুন অর রশীদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার,ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী মাহমুদুল হাসান দুদুলসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।