বিশেষ প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের জামাজামি গ্রামের বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী মোল্লা মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। তার পরিবারের লোকজন জানায়, তিনি বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫। এ সময়ে তার স্ত্রী, দু’সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। মঙ্গলবার বাদ জোহর জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এরশাদ আলী মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে এই বীর মুক্তিযোদ্ধার মরদেহে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।