
আলোচনা সভায় জেলা প্রশাসক
মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেছেন, বুদ্ধিজীবী দিবস নির্দলীয়। এ দিবস সবার। জাতীয় জীবনে আমরা এভাবেই অতিগুরুত্বপূর্ণ এ দিবসের তাৎপর্য তুলে ধরতে চাই।
রোববার ড় (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো: শাহরিয়ার নজির,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো: সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন অফিসের পদস্থ কর্মকর্তাগণ।