মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের গ্রাম গুলোকে অন্তর্ভূক্ত করে স্থানীয় সরকার (পৌরসভা) আইনে ২০২২ এর ৯ ধারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ প্রদার করে,বুড়িচং পৌরসভার গেজেট প্রকাশ করে। এতে বুড়িচং উপজেলা সদরে প্রবেশ পথের কয়েকটি গ্রাম পৌর সভায় অন্তর্ভুক্তির জন্য ১০ আগষ্ট রবিবার সকাল১০ টার সময় বসুন্ধরা মোড়ে মানব বন্ধন করে ও উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করে থাকে। গ্রাম গুলো হল- আগানগর, শিবরামপুর খাড়াতাইয়া, গাজীপুর, শিকারপুর, কন্ঠনগর,বুড়বুড়িয়া, মহিষমারা ও মিথিলাপুর।
মানব বন্ধনে বক্তব্য রাখেন- ডক্টর মোবারাক হোসেন, পুলিশ কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ আবির, আব্দুস সাত্তার মেম্বার, মোঃ রুবেল হোসেন, কনু মিয়া, আঃ জলিল, মোঃ শাহীন কিবরিয়া, মানব বন্ধনে উপস্থিত ছিলেন, আবু কাউছার, হাসান মিয়া, প্রান্ত, তুষার, সফি, রাসেল, শিপন আহমেদ, বাদশা পুলিশ, জাহাঙ্গীর, দেলয়ার সহ এলাকার জন সাধারণ, মানব বন্ধনে বক্তরা এই এলাকা গুলোকে পৌরসভায় অন্তর্ভুক্তির যৌক্তিক দাবী তুলে ধরেন। মানব বন্ধন শেষে র্যালি নিয়ে উপজেলা পরিষদে গিয়ে পৌর সভার প্রশাসক / উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন।