
জেলা প্রতিনিধি, নড়াইল :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নড়াইলের লোহাগড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় আমডাঙ্গা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬ নং জয়পুর ইউনিয়নের সহযোগী সংগঠনের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক। আমরা তাঁর দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। দেশের ক্রান্তিকালে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম শিকদার।
দোয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন কামরুল (মোল্লা) এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজ রহমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন—
মেজবাহউদ্দিন পারভেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, লোহাগড়া উপজেলা শাখা।
ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখা।
এরশাদ মৃধা, সভাপতি, জয়পুর ইউনিয়ন বিএনপি।
আহাদুজ্জামান, সাধারণ সম্পাদক, জয়পুর ইউনিয়ন বিএনপি।
মোঃ শাহিন, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জয়পুর ইউনিয়ন।
মোঃ ইব্রাহিম মৃধা, যুগ্ম আহবায়ক, যুবদল, জয়পুর ইউনিয়ন।
মোঃ শহিদুল ইসলাম, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জয়পুর ইউনিয়ন।
দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়নের সহযোগী সংগঠন— যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দলের উন্নতি এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।