
মোঃ আনিসুর রহমান শেলী :
কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান তালুকদারের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সানোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী লুৎফর রহমান মতিন।
বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহর আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এস এম এ খালিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং বীরবাসিন্দা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আব্দুল মালেক।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আনছার আলী সিকদার, মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, যুবদল নেতা ফিরোজ আহম্মেদ, ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, শেখ আমিনুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তবারক বিতরণ করা হয়।