1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়ন ক্ষিদ্রচাপড়ী গ্রামের যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৪২০ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম খান (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়ন ক্ষিদ্রচাপড়ী গ্রামের যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী এলাকার মানুষের স্বপ্নও বিলীন হচ্ছে। বিশেষ করে ক্ষিদ্রচাপড়ী প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে যমুনা তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতবাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান মসজিদ ইত্যাদি । স্থানীয়রা বলছেন ভাঙন রোধে প্রয়োজন টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ করার জন‍্য এলাকাবাসী এই বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব‍্যাক্তিগনদের প্রতি বিশেষ আবেদন জানান যমুনা নদীর ভাঙন এলাকা ঘুরে দেখা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্ষিদ্রচাপড়ী এলাকায় তীব্র নদী ভাঙনও শুরু হয়েছে। নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি আবাদী জমি।

 

অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে ক্ষিদ্রচাপড়ী এলাকা বাসী ও নদীপাড়ের মানুষ। এদিকে নদী ভাঙন রোধে ভুক্তভোগী এলাকাবাসী নদীপাড়ে মানববন্ধনও করেছে। স্থানীয়রা বলছেন, যমুনা নদীতে ড্রেজার দিয়ে প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ভাঙন আরও তীব্রতর হচ্ছে।

 

ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই বিলীন হয়ে যাবে মূল্যবান সব স্থাপনা, এমন অভিমত সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট