সাফিউল ইসলাম রকি
( নওগাঁ মান্দা প্রতিনিধি )
বৃহস্পতিবার ২৪ শে আগস্ট বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চিকিৎসার আর্থিক সহায়তা প্রদানের আয়োজন করা হয় ।
সেতু দীর্ঘদিন ধরে রক্তশূন্যতা এবং নানাবিধি রোগে ভুগছিলেন তার এমন অবস্থা দেখে সকলেই কিছু না কিছু সহায়তা করেছে । ছেলেকে সুস্থ করার জন্য সব কিছু দিয়ে ছেলের চিকিৎসা করছে ছেলেটির বাবা ।
সেতুর এরকম অবস্থা দেখে চিকিৎসার জন্য আর্থিক সহায়তাছে বেস্টটিম এ আবেদন করেন সাফিউল ইসলাম রকি তার আবেদন গৃহীত করে আজকের এই আর্থিক সহায়তার আয়োজন করা হয় ।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আজম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আমিনুল ইসলাম ।
গণমাধ্যম কর্মী মোঃ সাফিউল ইসলাম রকি’র সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন মানুষ এবং মানবতার কাজে নিয়োজিত থাকে আমি সবসময় তা দেখি
এভাবে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রবি আহমেদকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এত সুন্দর মানবিক কার্যক্রম গুলো করার জন্য ।
বিশেষ অতিথির বক্তব্য বলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন এই মানবিক ফাউন্ডেশন আসলেই মানুষ ও মানবতার কাজে নিয়োজিত যা দেখে আমার খুবই ভালো লাগে।
আজ তারা আমাদের ইউনিয়নে চিকিৎসার জন্য যে আর্থিক সহায়তা প্রদান করছে সেটা দেখে আমার খুবই ভালো লাগছে এবং আমরা চাই এরকম করে যেন বেশি বেশি মানবিক কাজ করতে পারে বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন ।
সবশেষে বেস্টটিম এর পক্ষ থেকে সেতুর হাতে নগদ অর্থ তুলে দেয় অত্র ইউনিয়নের চেয়ারম্যান এস এম গোলাম আজম এবং সে নিজে ব্যক্তিগত উদ্যোগে মানবিক কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন ।