ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার রামপুরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুরে দুটি মোটরমাইকেল মুখোমুখি সসংঘর্ষ হয়। এসময় সিএনজিচালিত অটোরিক্সাটি এসে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্তলেই ৫ জনের মৃত্যু হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকাবাসী ও পুলিশ উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।