1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ভাইয়ের ষড়যন্ত্রের ঘর ছাড়া বেলাল হোসেন,

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

 

মোঃ আসাদুল ইসলাম, বগুড়া প্রতিনিধি।

নিজ ভাই কর্তৃক ঘর ছাড়া মোহাম্মদ বেলাল হোসেন তার প্রতিটি রাত কাটে আতঙ্কে, ছোট ভাইয়ের নির্যাতনের শিকার হয়ে ঘর ছেড়েছে, লুটপাট ভাঙচুর করেছেন আব্দুল মজিদ তার বড় ভাই বিল্লালের বসতবাড়ি। লুঠতরাজ করেছেন ঘরে গচ্ছিত থাকা টাকা স্বর্ণ ও আসবাবপত্র।ছোট ভাই মজিদ ছিলেন এক সময়কার ফ্যাসিবাদী আমলে চেয়ারম্যান ভিপি শাহীন এর একান্ত সহকারি ও মাদক থেকে শুরু করে হত্যা মামলার ও আসামি এই মসজিদ,৫ ই আগস্টের পূর্বে ভিপি শাহিনের সহযোগিতায় করেছেন অর্থবিত্ত। বেলাল হোসেন পেশায় একজন গাড়ি চালক, কোন এক সময় ভাই মজিদ তার মায়ের উপর অত্যাচারের অভিযোগে বেলালের নামে থানায় অভিযোগ করেন। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় অর্থলোভী মজিদ ভাইকে তার ভাইয়ে সম্পত্তি আত্মসাথের উদ্দেশ্যে বড় ভাইয়ের নামে বিভিন্ন ধরনের অপকর্মের প্রচার চালায়।গত ২৯-৮-২০২৪ ইং তারিখ, রাত্রি আনুমানিক ১১:৩০ ঘটিকায় বাড়ির আশেপাশে কিছু শব্দ শুনে বেলাল বের হয়ে দেখেন ১০-১৫ জন ব্যক্তি, বিভিন্ন ধরনের দেশি ও অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ির বারান্দায় তাকে ডাকাডাকি করছেন, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তাকে উপর্যপুরে আঘাত করেন এবং ভাঙচুর করে অর্থ সম্পদ লুটতারজ করে চলে যান, ঘটনাটি উল্লেখ করে বাদি থানায় একটি অভিযোগ দয়া করেন, অভিযোগে উল্লেখ করা হয় এক নম্বর আসামি মোঃ আব্দুল মজিদ পিতা আব্দুস সোবহান,গ্রাম খরনা, উপজেলা শাজাহানপুর জেলা বগুড়া, মোঃ ফরিদ হোসেন পিতা আব্দুস সালাম, মোঃ আব্দুল মোমেন মোঃ আঙ্গুর আলী, ঘটনা তদন্তে বগুড়া জলার শাহজাহানপুর থানার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেছেন।কিন্তু এক অদৃশ্য কারণে কাউকে এখনো গ্রেফতারের চেষ্টাও করা হয়নি,

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট