মাগুরা সংবাদদাতা:
মাগুরা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সিনিয়র যুগ্ন আহবায়ক, বিশিষ্ট কথা সাহিত্যিক ও একজন সম্মানিত শিক্ষক মোঃ শহীদুজ্জামানকে মোহাম্মদপুর জি আর ১৬৬/২৩ মামলায় আদালতে হাজিরা দিতে গেলে গত ১৫ অক্টোবর রবিবার জেল হাজতে পাঠানো হয়। মাগুরা জেলা জাসাসের পক্ষ থেকে সংগঠনটির আহবায়ক এডঃ কাজী মিহির ও সদস্য সচিব মোঃ ফেরদৌস রেজা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন মাগুরা জাসাসের সম্মানিত সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শহীদুজ্জামান প্রকৃত অর্থে একজন শিক্ষিত ও সজ্জন ব্যাক্তি, তাকে উদ্দেশ্য মূলক ভাবে এই মামলায় জড়িয়ে ফেসিবাদী সরকার পরোক্ষভাবে সমাজের কণ্ঠ রোধ করতে চাইছে। তারা অবিলম্বে মোঃ শহিদুজ্জামানের মুক্তি দাবি করেন। অন্য দিকে, জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এক যৌথ বিবৃতির মাধ্যমে বলেন ভোটার বিহীন এই সরকারের কাছে জনগণের কোনো অধিকার নেই, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার প্রশাসন ও বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ করছে। আদালতে হাজিরা দিতে গেলে জাসাস নেতা মোঃ শহিদুজ্জামানকে হাজতে প্রেরণকে সম্পূর্ণ ভাবে অগণতান্ত্রিক বলেও অবিহিত করেন। মাগুরার গণমানুষের নেতা জনাব আলহাজ মনোয়ার হোসেন খান বলেন এই ফেসিবাদীর সরকারের শাসনে দেশের কোনো মানুষই নিরাপদ না, মিথ্যে ও গায়েবি মামলায় অহরহ বিএনপির নেতা কর্মীদের জেলে পাঠানো হচ্ছে , এটা সম্পূর্ণ ভাবে মানবতা বিরোধী, তিনি অবিলম্বে মোঃ শহিদুজ্জামানের মুক্তি দাবি করেন।