মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নয়ন মিয়া (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই) বিকাল ৩টার দিকে ভিকটিমের বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে। স্থানীয় সুত্রে জানা যায়, নয়ন মিয়ার বাবা আনোয়ার হােসেনের সঙ্গে প্রতিবেশী আমির হাওলাদারের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল।
ঘটনার দিন আনােয়ার হােসেন ও তার ছেলে নয়ন মিয়া নিজ বাড়ির পাশে ডোবায় মাছ ধরছিলেন। এ সময় আমির হাওলাদারের ছেলে রিমন (২২) দলীয় লোকজনসহ সেখানে এসে নয়ন মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকালে রিমনের হাতে থাকা ধারালো বগি, দাও দিয়ে নয়ন মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে তার বাম হাত ও পিঠে গুরুতর রক্তাক্ত জখম হয়। তার চিৎকার এ আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এসময়ে আশেপাশের লোকজন নয়ন মিয়াকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে, তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন ।