1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মাছ ধরাকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় গুরুতর আহত এক, উন্নত চিকিৎসার জন্য রেফার বরিশাল হসপিটালে।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নয়ন মিয়া (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই) বিকাল ৩টার দিকে ভিকটিমের বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে। স্থানীয় সুত্রে জানা যায়, নয়ন মিয়ার বাবা আনোয়ার হােসেনের সঙ্গে প্রতিবেশী আমির হাওলাদারের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল।

ঘটনার দিন আনােয়ার হােসেন ও তার ছেলে নয়ন মিয়া নিজ বাড়ির পাশে ডোবায় মাছ ধরছিলেন। এ সময় আমির হাওলাদারের ছেলে রিমন (২২) দলীয় লোকজনসহ সেখানে এসে নয়ন মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকালে রিমনের হাতে থাকা ধারালো বগি, দাও দিয়ে নয়ন মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে তার বাম হাত ও পিঠে গুরুতর রক্তাক্ত জখম হয়। তার চিৎকার এ আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এসময়ে আশেপাশের লোকজন নয়ন মিয়াকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে, তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট