1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মাদকসহ বিজয়নগর মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নিলুফা ইয়াসমিনকে (৪৫) মাদকসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় সাব্বিরুল আলম (৪০) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিলুফা ইয়াসমিনের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার ঘর থেকে ৯৬ বোতল ফেনসিডিল ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে নিলুফা ইয়াসমিন ও সাব্বিরুল আলমকে (৪০) গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় নিলুফার স্বামী ও অভিযুক্ত মাদককারবারি মিনার মিয়া কৌশলে পালিয়ে যান।

ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১৪-০১৫৪), দুটি মোবাইলফোন এবং নগদ ৩ হাজার ৮০০ টাকা জব্দ করে।

ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট