1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মাদারগঞ্জে ৪০ বছর ইমামতি,ছাদখোলা গাড়িতে সম্মান জানানো হলো মসজিদের ইমামকে

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

 

রিপোর্ট: সোহেল রানা

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দীর্ঘ ৪০ বছর নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ইমামতির দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করলেন এক মসজিদের ইমাম। এ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনে তাকে সম্মান জানিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী বাইতুর রব জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুর ইসলাম বয়সজনিত কারণে ইমামতির দায়িত্ব থেকে বিদায় নেন। দীর্ঘ চার দশক ধরে তিনি এলাকার মুসল্লিদের ধর্মীয় দিকনির্দেশনা দিয়ে আসছিলেন।

 

তার অবদানের স্বীকৃতি হিসেবে মসজিদ কমিটি ও মুসল্লিদের উদ্যোগে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়। পরে ছাদখোলা গাড়িতে করে এলাকাজুড়ে ঘুরিয়ে তাকে সম্মান জানিয়ে বিদায় দেওয়া হয়, যা উপস্থিত মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

 

এ সময় মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা বলেন, মাওলানা আমিনুর ইসলামের মতো একজন নিষ্ঠাবান ও সৎ ইমামের অবদান এলাকাবাসী চিরদিন স্মরণ করবে। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট