1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মাদারীপুরের কালকিনিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এম পি গোলাপ। 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

মুন্সী ফরহাদ হোসেন :

মাদারীপুর কালকিনিতে ২০২১- ২২ অর্থ বছরে সারাদেশে পুকুর,খাল উন্নয়ন প্রকল্প এর আওতায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলাধীন উত্তর রমজানপুর কাটাখালী পালরদী নদী হতে উত্তর রমজানপুর বাজার প্রর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মাদারীপুর ৩ আসেন সাংসদ বাংলাদেশের আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ এম পি। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এলাকায় প্রতিবেশভিত্তিক অভিযোজন পদ্ধতি বাস্তবায়ন করছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা বিভাগের মাদারীপুর জেলার কালকিনি উপজেলা এলাকায় খাল-বিল ও পুকুর পুনঃখনন হচ্ছে।

এলাকায় বৃষ্টির পানি ধারণের জন্য পুকুর-খাল খনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আর ও বলেন, অভিযোজন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণের জন্য ঔষধি গাছ, মাছ, বিভিন্ন ধরনের ফলের চাষসহ প্রতিবেশবান্ধব সহ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করেই জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, মাদারীপুর জেলা নির্বাহী প্রকৌশলী ( এলজিইডি) মোঃ আশরাফ আলী খান, কালকিনি উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি আওলাদ হোসেন মাস্টার, কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ, কালকিনি উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ কায়েছুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, কালকিনি উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লোকমান সরদার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও কালকিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট