স্টাফ রিপোর্টার : রনি চৌধুরী
প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মাদারীপুরে ও প্রথম বারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ (৩১ ডিসেম্বর) রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে প্রবাসী মেলার উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান । এ সময় তিনি মেলার ৩ টি স্টল পরিদর্শন করেন।
এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ,প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, মাদারীপুর কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্র টি.টি.সি, বেসরকারি ব্যাংক ও ব্র্যাকসহ অন্যান্য এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার এসব রেমিটেন্স যোদ্ধাদের জন্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও প্রশিক্ষণ প্রদান, প্রবাসী আয় প্রেরণে প্রণোদনা প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষতার মাধ্যমে প্রবাসে গমন এবং নিরাপদ করতে কাজ করে যাচ্ছে সরকার। প্রবাসে অবস্থানকে অর্থময় করতে এ দিবস ভূমিকা পালন করবে। তিমি আরো বলেন, ১৪ থেকে ১৫ বছরের ছেলে মেয়েদের জন্মনিবন্ধনে বয়স বাড়িয়ে বিদেশে গমন করেছেন। দক্ষতা অর্জন না করে বিদেশে গমন করে হয়রানির শিকার হতে হচ্ছে। অন্যদিকে বাড়ীর লোকজন বিভিন্ন এনজিও থেকে ঋণের টাকা পরিশোধ না করতে পেরে মামলার শিকার হতে হচ্ছে।