মাদারীপুর প্রতিনিধিঃ
মোঃ বেলায়েত হোসেন।
পূবালী ব্যাংক পিএলসি’র মাদারীপুর জেলা শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পূবালী ব্যাংক মাদারীপুর জেলা শাখার আয়োজনে শহরের পুরান বাজার সামসুন নাহার ভুঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ কর্মসূচি পালনের আয়োজন করা হয়।
এ সময় পূবালী ব্যাংক মাদারীপুর জেলা শাখার ম্যানেজার ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের উপব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সরদার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুন নাহার ভুঁইয়া বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম এমারাতুন নেছা,সিনিয়র শিক্ষিকা সৈয়দা নাইয়েরা মিশকাত,সিনিয়র শিক্ষক আলী আব্বাসসহ ছাত্রী শিক্ষক এবং পূবালী ব্যাংক পিএলসি’র মাদারীপুর জেলা শাখার কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাফিজুর রহমান শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিং বিষয় ধারণা দেয়া,শিক্ষাজীবনে এগিয়ে নিতে লক্ষ্য পূরণে অর্থ সঞ্চয় এর গুরুত্বর বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা, সঞ্চয়ের মাধ্যমে আগামী দিনগুলো নিজেকে স্কুল ব্যাংকিং সঞ্চয়ে নিজেকে এগিয়ে নেওয়াসহ বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের ধারণা দেওয়া এবং স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার জন্য আহ্বান জানান।