
মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মোঃ বেলায়েত হোসেন
মাদারীপুর জেলার ৫ টি পরিবহন সংগঠনের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্য সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড মাদারীপুর জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের হল রুমে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় তারা জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক, থ্রি হুইলার, ইঞ্জিনয়ান চালিত ভ্যান,মাহিন্দ্র, নসিমন ও করিমন সহ সকল অবৈধ যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করাসহ সর্বমোট ৬ টি দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
উক্ত দাবি দাওয়া মেনে নেয়ার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টি কর্তৃপক্ষকে আগামী ১৭ অক্টোবর ২০২৩ ইং মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে যদি সকল দাবি মেনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আগামী ১৮ অক্টোবর ২০২৩ ইং বুধবার ভোর ৬টা হইতে সমগ্র মাদারীপুর জেলায় অনির্দৃষ্ট কালের জন্য পরিবহন কর্মবিরতি শুরু করার কথা জানান তারা। কর্মবিরতি চলাচলকালিন সময়ে জনসাধারনের ভোগান্তির জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ি থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার কামরুল হোসেন,মাদারীপুর জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মাহবুব হাওলাদার,মাদারীপুর জেলা ট্রাক,মিনি ট্রাক,কাভার্ট ভ্যান ও ট্যাংকলড়ি মালিক সমিতির সভাপতি ইউসুফ মাতুব্বর ও মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদারসহ বিভিন্ন পরিবহন শ্রমিক ও মালিক সমিতির নেতৃবৃন্দ।