মাদারীপুর প্রতিনিধি:
মোঃ বেলায়েত হোসেন।
জমিজমা নিয়ে বিরোধের জেরে
অত্র মামলার ২নং গ্রেফতারকৃত আসামী রাজ্জাক মুন্সী (৩২), পিতা- মৃত শাহজাহান মুন্সী, গ্রাম- এওজ, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুরসহ তার সহযোগী অন্যান্য আসামীদের সাথে মামলার ভিকটিম মহসিন আকন(৬৩), পিতা-মৃত খালেক আকন, গ্রাম- এওজ, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর এর দীর্ঘদিন যাবৎ জমিজমার ভোগ দখল নিয়ে বিরোধ চলে আসছিল। যে কারণে ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা ভিকটিম মহসিন আকনকে মারপিট করাসহ বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার পায়তারা করে আসছিল। ঘটনার দিন গত ০৫/০৯/২০২৪ সন্ধ্যা অনুমান ২০.৩০ ঘটিকার সময় ভিকটিম মহসিন আকন মাদারীপুর জেলার সদর থানাধীন এওজ সাকিনস্থ নতুন বাজারে জনৈক মিজানুর এর চায়ের দোকানের সামনে রাস্তার উপর চা পান করাকালে ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা হাতে রামদা, ছুরি, ছ্যান, লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি নিয়ে ভিকটিমের উপর অর্তকিত হামলা চালায়। ধৃত আসামী রাজ্জাক মুন্সী তার হাতে থাকা গরু জবাই করা ছুরি দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বাম পাজরের নিচে কোপাইয়া গুরুতর রক্তাক্ত জখম করে ফলে ভিকটিমের পেটের নাড়িভুড়ি পর্যন্ত বের হয়ে যায়। তখন ধৃত আসামীর সহযোগী আসামীরাও ভিকটিমকে এলোপাতাড়ী কোপাইয়া ও মারপিট করে জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মহসিন আকন গত ০৮/০৯/২৪ তারিখ ঢাকায় মৃত্যুবরণ করে। উক্ত সংক্রান্তে মামলা রুজু হলে মামলাটি গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং সিপিএসসি কোম্পানী, বরিশালের একটি বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ইং-১১ অক্টোবর ২০২৪ তারিখ ২০:৪৫ ঘটিকায় বরিশাল জেলার সদর থানাধীন রাহাত-আনোয়ার হাসাপাতাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী রাজ্জাক মুন্সী (৩২), পিতা- মৃত শাহজাহান মুন্সী, গ্রাম- এওজ, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করে। ধৃত আসামীকে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার মামলা নং-১৯, তারিখঃ ০৯/০৯/২৪, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড মুলে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মোঃ বেলায়েত হোসেন