
স্টাফ রিপোর্টার: নির্মল ইন্দু সরকার
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেণু মাধব রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ( ৮ নভেম্বর) বিকেলে মাধবপুর পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
জুলাই আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং বর্তমান সরকারকে উৎখাতের সাথে ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
বেণু মাধব রায় মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। দীর্ঘদিন ধরে সে আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. সহিদ উল্লাহ জানায় আওয়ামীলীগের এই নেতা জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের উপর হামলা চালিয়েছে। এছাড়াও বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।