সাফিউল ইসলাম রকি
নওগাঁ মান্দা প্রতিনিধি ।
নওগাঁর মান্দায় ২০২৩-২৪ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ভারশোঁ, ভালাইন, পরানপুর, মান্দা সদর, গনেশপুর, মৈনম, প্রসাদপুর, কুসুম্বা, তেঁতুলিয়া, নুরুল্ল্যাবাদ, কালিকাপুর, কাশোঁপাড়, কসব, বিষ্ণুপুরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে এ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, ৪০ দিনের এ কর্মসূচিতে ১৪ ইউনিয়নে ২ হাজার ৫৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শ্রমিকদের মাধ্যমে ৬৪টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। সেক্ষেত্রে প্রত্যেক শ্রমিক ১ দিন কাজের বিপরিতে ৪০০ টাকা মজুরি পাবেন।