1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ১১ মে ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মান্দা উপজেলার দেলুয়াবাড়ি থেকে মাসুমা আক্তার জুথী নামে এক মেয়ে নিখোঁজ ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গত বুধবার ১৩/১/২০২১ইং তারিখে মোছাঃ মাসুমা আক্তার জুথী বয়স (২৪) পিতাঃ মামুনুর রশিদ মামুন গ্রামঃ দেলুয়াবাড়ি থানাঃ মান্দা জেলা নওগাঁ অনুমান সকাল ৭ ঘটিকার সময় বাবার বাড়ি থেকে হারিয়ে যায় । এখানে উল্লেখ্য যে, মেয়েটি অনেক টা ভারসাম্যহীন । মেয়ে টি নিখোঁজ হওয়ার পর থেকে তার পিতাঃ মামুনুর রশিদ মামুন নিজ থানায় সাধারণ একটি ডায়রি করেন । সেখানে তিনি উল্লেখ করেন আমার মেয়ে মোছাঃ মাসুমা আক্তার জুথী বয়স (২৪) গত বুধবার ১৩/১/২০২১ইং সকাল ৭ ঘটিকায় আমার নিজ বাসা থেকে স্বেচ্ছায় কাউকে কিছু না বলে চলে যায় ।এর পর আমি আমার নিজ আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ খবর নিয়েছি কিন্তু কোথাও আমার মেয়ে টি কে পাওয়া যাচ্ছে না মেয়েটির গায়ের রং ফর্সা তার পরনে থ্রি পিস , মাথায় স্কাপ ও বোরখা পরা ছিল , তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি ।সে স্বামী পরিত্যক্ত অবস্থায় ছিল । কোন ব্যক্তি যদি আমার মেয়ে টির খবর পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন । যোগাযোগ করার জন্য আমাদের মোবাইল নাম্বার টা দেওয়া হলো ০১৭৩৯ ৯২৫৬১৪ অথবা এই ঠিকানায় যোগাযোগ করুন মোঃ মামুনুর রশিদ মামুন মাতাঃ ফজিলা খাতুন গ্রামঃ দেলুয়া বাড়ি পোষ্টঃ চকখান্ন থানাঃ মান্দা জেলা নওগাঁ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট