স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশে নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা’র পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ ছাড়া বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহী শেখ ও তার স্ত্রী হাজজা সাতা শেখও দুর্গামণ্ডপ পরিদর্শন করেন।
এই ভিআইপি অতিথিরা শুক্রবার দুপুরে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছেন।
সেখানে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল রিনা ক্রুস ও কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক লিটন তাদের স্বাগত জানান ।
রাষ্ট্রদূতরা হলেন , ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান, ব্রাজিলের রাষ্ট্রদূত পওলো ফার্নান্দো দিয়াস ও তার স্ত্রী ইল্লানি অ্যালক্যানতারা ফেরেম, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মারিয়া স্ট্রিটসম্যান ও প্রথম সচিব জোহাননা মারটিনসন, নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল ও সেকেন্ড সেক্রেটারি ওজানা ব্যামজান এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই শেখ ও তার স্ত্রী হাজজা সাতা শেখ।
অতিথিরা কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে ভারতেশ্বরী হোমসের গেট হয়ে বজরা নৌকায় লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার পূজা মণ্ডপে যান। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাদের স্বাগত জানান।
পরে অতিথিরা দানবীর রণদা’র বাড়িতে জলযোগ শেষে রণদা’র মণ্ডপে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ ও ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।
মহাঅষ্টমীতে দানবীর রণদা প্রসাদ সাহা দুর্গামণ্ডপের সামনে ভক্তদের প্রচুর সমাগম ঘটে।
বিকেল ৪টার পর থেকে উপজেলা সদরের প্রত্যেক রাস্তা বা সড়কে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। অনেক ভক্ত পূজার প্রথমভাগেই দূরের মণ্ডপগুলোর প্রতিমা দর্শন শেষ করে নিজেদের বাড়ির পূজা উপভোগ করেন।
উল্লেখ্য বিষয় হচ্ছে যে , এ বছর মির্জাপুর উপজেলায় একটি পৌরসভাসহ ১৪ ইউনিয়নে ২০৭ মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। অন্য বছরের চেয়ে এ বছর নিরাপত্তা ব্যবস্থা বেশি জোরদার লক্ষ করা গেছে।