
মোঃ হাইউল উদ্দিন খান_ গাজীপুর জেলা প্রতিনিধি
১৯৭১ এর মুক্তিযুদ্ধে শহিদ রমিজ উদ্দিন এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে,স্মরণ সভা,আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ ই ডিসেম্বর) বাদ এসা নগরের ২৮ নং ওয়ার্ড বরুদা শহিদ রমিজ উদ্দিন এর ভাই মোঃ রফিজ উদ্দিন রফিকের নিজ বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিকের সভাপতিত্বে,এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি, মোহাম্মদ আফজাল হোসেন কায়সার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট মোঃ লাবিব উদ্দিন সিদ্দিকী। মোঃ শাজাহান সিরাজ (সহকারী শিক্ষক গাজীপুর উমেদা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়)এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জিয়াউল হক (হেলথ ইন্সপেক্টর গাজীপুর সদর),মোঃ হুমায়ুন (সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা প্রজন্ম দল গাজীপুর মহানগর), বরুদা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোঃ তহিদুল ইসলাম।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বরুদা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম বেলায়েত হোসেন।মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয় ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।