1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মুন্সিগঞ্জে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরভি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার জেরে ঘাতক বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আরভি নামের ওই শিশু রাস্তার পাশ দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে বেতকাগামী বেতকা পরিবহনের যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পিষে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নিহত আরভি (৬) রান্ধুনি বাড়ি এলাকার আলমগীর শেখের কন্যা। স্থানীয় সিকদারবাড়ি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়াশোনা করতো সে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর পৌনে ১ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি আগুনে পুড়ে গেছে। তবে এতে কারও ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরা আগেই যে যার মত নেমে চলে গেছেন।

টংগিবাড়ী থানার ওসি আরও বলেন, ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট