1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মুরাদনগরে ‘জুলাই পুনর্জাগরণ’: সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

 

 

সাখাওয়াত হোসেন (তুহিন)
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও শনিবার (২০ জুলাই) সকালে এক উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ সমাজ গঠন সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচি। উপজেলা পরিষদ প্রাঙ্গণের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তন পরিণত হয় এক জনাকীর্ণ মিলনমেলায়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় এ ব্যতিক্রমধর্মী আয়োজনটি সম্পন্ন হয়। মূল লক্ষ্য ছিল-সকল স্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করে একটি উন্নত, মানবিক ও দায়বদ্ধ সমাজ গড়ে তোলা। লাখো কণ্ঠে শপথ পাঠের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধ, ঐক্য ও দেশের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সেবা মেলার মাধ্যমে সমাজসেবা, পল্লী উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, মহিলা বিষয়ক দপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম ও সেবা জনগণের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খান্দকার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, ও মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ‘জুলাই কন্যা’, ‘জুলাই আন্দোলনকারী’, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, পল্লী মাতৃকেন্দ্রের সদস্য, ক্ষুদ্রঋণ গ্রহীতা, ভাতাভোগী ও হাসপাতালে ভর্তি রোগীরাও। অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশ ও ব্যাপক অংশগ্রহণ মুরাদনগরবাসীর মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সম্মিলিত উদ্যোগ সামাজিক উন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট