মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নে উঠান বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহ। রবিবার বিকেলে চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। চাপিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দলীয় মনোনীত প্রার্থী, সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চাপিতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, হাজী ইদ্রিস, সাইদুল হক ভূঁইয়া ও জহির সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুকছেদুর রহমান আবির, কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবি,
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক চঞ্চল রায়হান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মদ বাদশা, সাইবার ইউজার দলের উপদেষ্টা আলমগীর হোসেন এবং বাঙ্গরা পূর্ব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল বাছির।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ুম বাশার, বিএনপি নেতা রেজাউল করিম, কুদ্দুস মেম্বার প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ প্রায় পাঁচ সহস্রাধিক নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উঠান বৈঠকটি সম্পন্ন হয়।
মুরাদনগর ১০-১১-২০২৫ইং