
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী পীরজাদা মাওলানা এমদাদুল হক। শনিবার দুপুরে ধামঘর ইউনিয়নের খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পীরজাদা মাওলানা এমদাদুল হক সাংবাদিকদের জানান, তিনি মুরাদনগর আসন থেকে তার দল বাংলাদেশ রিপাবলিকান পার্টির ‘হাতি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জয়ী হতে পারলে তিনি সচেতন নাগরিকদের নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’, সন্ত্রাস ও মাদক নির্মূল, বেকারত্ব কমাতে ও দারিদ্র্য বিমোচনে বিশেষ উদ্যোগ, মুরাদনগরের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখা হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির নেতা শহিদুল ইসলাম, আসলাম হোসেন, আতিকুর রহমান ও নাজমুল হাসান প্রমুখ।
মাওলানা এমদাদুল হক প্রখ্যাত পীরে কামেল মাওলানা আব্দুল আজিজের নাতি। তিনি বাংলাদেশ রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং দলটির চট্টগ্রাম বিভাগীয় মনোনয়ন বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন।